কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ছয় কেজি গাঁজাসহ যুবক আটক

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৪ জুলাই ২০২৩, শুক্রবার, ৫:০২ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছয় কেজি গাঁজাসহ আরমান হোসেন (২১) নামের এক যুবককে আটক করেছে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্র পুলিশ। শুক্রবার (১৪ জুলাই) ভোররাতে উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে কটিয়াদী-মঠখোলা সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী আরমান হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মহেশপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ জুলাই) দিবাগত গভীর রাতে কটিয়াদী-মঠখোলা সড়কের পুটিয়া গ্রামের বটতলা বাজার মোড় বুরুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে টহল দিচ্ছিলেন আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি টিম।

দায়িত্ব পালনের এক পর্যায়ে সিএনজিচালিত একটি অটোরিকশাকে থামার সিগন্যাল দেয় পুলিশ। এসময় ওই সিএনজিতে আরমান হোসেন এর ব্যাগ তল্লাসি করে তিনটি প্যাকেটে মোট ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন বলেন, আটক হওয়া যুবক একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর