কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

 স্টাফ রিপোর্টার | ১৫ জুন ২০১৮, শুক্রবার, ৭:৩১ | জাতীয় 


শুক্রবার (১৫ জুন) শাওয়াল মাসের চাঁদ দেশের আকাশে দেখা গেছে। তাই শনিবার (১৬ জুন) সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান ২৯ দিনেই শেষ হল।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি সভা থেকেও শনিবার ঈদ পালনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর কাঙ্ক্ষিত চাঁদের দেখা মেলায় দেশবাসী মেতেছেন ঈদের আনন্দে। ফেসবুক, মোবাইল কল, এসএমএসে বন্ধু-শুভানূধ্যায়ীদের মাঝে শুরু হয়ে গেছে ঈদ শুভেচ্ছা বিনিময়। সবার হৃদেয়েই বাজছে কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সেই গানের সুর ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ...’।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর