kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হলেন আবদুল হামিদ


 কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ৭ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ১২:৪৬ | জাতীয় 


দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মো. আবদুল হামিদ। বুধবার (৭ ফেব্রুয়ারি) আগারগাঁওস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে একক প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হিসেবে ঘোষণা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। নির্বাচন কমিশনে যাওয়া আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি।

আ স ম ফিরোজ বলেন, ‘আমরা রাষ্ট্রপতির মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্যবেক্ষণে এসেছিলাম। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা মনোনয়নপত্রটি যাচাই-বাছাই করে ১৯৯১ সালের নির্বাচনী আইন অনুযায়ী একক প্রার্থী হিসেবে মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করেছেন।’[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ