কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে তাক লাগালেন মোস্তাফিজ

 স্টাফ রিপোর্টার | ২৪ মার্চ ২০১৮, শনিবার, ৮:৫৮ | খেলাধুলা 


মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন উপলক্ষে শনিবার কিশোরগঞ্জে এসেছিলেন বাংলাদেশ টেস্ট ও টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দিনটি সাকিব আল হাসানের ৩১তম জন্মদিন হওয়ায় ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানটি হয়ে ওঠে সাকিবময়।

সাকিবের জন্মদিনের দিনে কিশোরগঞ্জবাসীর মুখে হাসি ছড়িয়েছেন মায়াবী ঘাতক মোস্তাফিজও। তিনি তার বিখ্যাত কাটারের মতোই বক্তৃতার শুরুতে স্টেডিয়ামভর্তি দর্শককে চমকে দেন। নিরীহ চেহারার মোস্তাফিজুর রহমান তাঁর বক্তৃতা শুরুই করেন কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায়।

বক্তৃতার শুরুতে মোস্তাফিজ বলে ওঠেন, ‘আপনেরা কিমুন আছুইন’। এতেই হাসির রোল পড়ে যায় স্টেডিয়ামজুড়ে। এরপরে মোস্তাফিজ যোগ করেন, ‘বালা আছুইন নি’। মোস্তাফিজ তার বক্তব্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সমর্থন জোগানোয় সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তাফিজের কয়েক বাক্যের ছোট্ট বক্তৃতায় কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষার ব্যবহার সবার মন কেড়ে নেয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর