কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৫ আগস্ট ২০২০, শনিবার, ৬:৩৮ | পাকুন্দিয়া  


হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নার আপেল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পাকুন্দিয়া উপজেলার অধিবাসী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ৬৩ জন প্রতিযোগী এতে অংশ নেন।

প্রতিযোগিতায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারিন সারা লোপা প্রথম স্থান অর্জন করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ ইকবাল ইবনে জসিম দ্বিতীয় হন। এছাড়া তৃতীয় স্থান অর্জন করেন ৭ জন।

বিজয়ীদের বঙ্গবন্ধুর আত্মজীবনীসহ নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর