কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় জেলহত্যা দিবসে দোয়া ও আলোচনা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৩ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ১১:৪৫ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোক র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে একটি শোক র‌্যালি বের করা হয়।

শোক র‌্যালিটি পৌরসদর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে গিয়ে শেষ হয়।

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।

নারান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোতাহের হোসেন এর সঞ্চালনায় জাতীয় চার নেতার অবদান সম্পর্কে বক্তব্য দেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হারুন অর রশীদ জুয়েল, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মো. মকসুদ মিয়া প্রমুখ।

পরে জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর