কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুরের মেধাবী শিক্ষার্থী শিয়া মেডিকেলের মেধাতালিকায়

 স্টাফ রিপোর্টার | ৯ এপ্রিল ২০২১, শুক্রবার, ১০:৫৫ | বাজিতপুর 


২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে মেধাতালিকায় স্থান করে নিয়েছেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরিষাপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী সানজিদা জামান শিয়া।

প্রকাশিত ভর্তি পরীক্ষার ফলাফলে জাতীয় মেধাতালিকায় ১৫৩৩তম স্থান অর্জন করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন শিয়া।

তার পিতা শহিদুর জামান শাজাহান একজন প্রবাসী।

বাজিতপুরের আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী সানজিদা জামান শিয়া জিপিএ-৫ পেয়ে জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাশ করেছেন।

এমন সাফল্যে উচ্ছ্বসিত সানজিদা জামান শিয়া বলেন, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি।

তিনি বলেন, পরিবারের সমর্থন-সহযোগিতা আর শিক্ষকমণ্ডলীর উৎসাহ ও আন্তরিক পাঠদান আমার এ সাফল্যের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

ভবিষ্যতে একজন ভালো চিকিৎসক হিসেবে দেশের সেবা করতে চান সানজিদা জামান শিয়া। এজন্যে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর