কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ১৬ জনকে জরিমানা

 স্টাফ রিপোর্টার | ২৮ জুন ২০২১, সোমবার, ৬:২৬ | পাকুন্দিয়া  


সীমিত পরিসরের তিন দিনের লকডাউনের প্রথম দিনে কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে মাঠে তৎপর ছিল প্রশাসন। সোমবার (২৮ জুন) সকাল থেকে লকডাউনে দোকানপাট বন্ধ রাখা ও গণপরিবহন নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ছিলো তৎপর।

এদিন স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ছাড়াই বাইরে বের হওয়ায় ১৫ জনকে মোট তিন হাজার একশ’ টাকা এবং প্রকাশ্যে ধুমপানের অপরাধে একজনকে দুইশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) একেএম লুৎফর রহমান পাকুন্দিয়া পৌর এলাকা এবং মির্জাপুর ও তারাকান্দি বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় বাজারগুলোতে অবস্থিত দোকানপাট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বাড়াতে প্রায় দেড়শ’ জনের মধ্যে মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) একেএম লুৎফর রহমান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) একেএম লুৎফর রহমান কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর