রেলে কর্মবিরতি

দীর্ঘ বৈঠকেও সিদ্ধান্ত আসেনি

স্টাফ রিপোর্টার | অর্থবাণিজ্য
জানুয়ারী ২৮, ২০২৫

কর্মবিরতি থেকে সরে আসতে রানিং স্টাফদের নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। কিন্তু বৈঠকে বিষয়টি নিয়ে কোনো সুরাহা না হওয়ায় রানিং স্টাফরা বেরিয়ে গেছেন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই রানিং স্টাফদের প্রতিনিধি সেখান থেকে বেরিয়ে আসেন।

এদিকে বিকাল ৩টা ৩৬ মি‌নি‌টে রেল কর্মকর্তারা স্টেশন ত‌্যাগ করেন। এ প্রসঙ্গে রেলও‌য়ের অতিরিক্ত মহাপ‌রিচালক স‌লিমুল্লাহ বাহার ব‌লেন, ‘কমলাপুর স্টেশনে সকাল থে‌কে বার বার বৈঠকেও কোনো সমাধান হয়‌নি। এখন আমরা রেলওয়ে উপদেষ্টা স‌্যা‌রের কা‌ছে যা‌চ্ছি। তি‌নি রেল ভব‌নে আছেন।’

এর আগে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে গতকাল দিবাগত সোমবার মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা। এরই প্রেক্ষিতে চট্টগ্রামে পুরনো রেলস্টেশনে গত বুধবার সংবাদ সম্মেলন করে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। ২৭ জানুয়ারি পর্যন্ত তাদের দাবি মানতে শর্ত বেঁধে দেয়। অন্যথায় ২৮ জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় রানিং স্টাফরা।

 

অর্থবাণিজ্য'র অন্যান্য খবর

সর্বশেষ