কিশোরগঞ্জে মেসার্স এম এম ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ইটভাটাটির চিমনী ও কিলন ভেঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (৫ মে) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় অবস্থিত মেসার্স এম এম ব্রিকসে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরোজ তাসনিম।
পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মমিন ভূইয়া ও পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
এছাড়া মেজর মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, জেলা পুলিশের সদস্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় মেসার্স এম এম ব্রিকস নামের ইটভাটাটি অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিলো।
সোমবার (৫ মে) অবৈধ এ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত২০১৯) এর বিভিন্ন ধারা ভঙ্গ করায় অবৈধ ইটভাটাটিকে এক লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া ইটভাটাটির চিমনি ও কিলন ভেঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে।