নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিসচা জেলা শাখার উদ্যোগে সোমবার (১ ডিসেম্বর) সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নিসচা জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দীন ভূঁইয়া।
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্য বিষয়ের উপর সমাবেশে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল, বিআরটিএ কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিম, ট্রাফিক ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন শোকরানা প্রমুখ বক্তব্য রাখেন।
নিসচা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে সহ-সভাপতি বদরুল হুদা সোহেল, আব্দুল হালিম তালুকদার ও মো. রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল বাহার বুলবুল ও আলী রেজা সুমন, অর্থ সম্পাদক কামরুল হাসান বাদল, প্রচার সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, যুব বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর, আইন বিষয়ক সম্পাদক শাহ মো. আশ্রাফ উদ্দিন দুলাল, প্রকৌশলী আব্দুল কাইয়ুম আকন্দ, সাংবাদিক শফিক কবীর, মো. হাবিবুল্লা বাহার রানা, শফিকুর রহমান, বুলবুল আহমেদ, শামীমা বেগম রিমা, শরিফা আক্তার মশগুল, আবদুল্লাহ আল মামুন প্রমুখসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচি চলার সময়ে যাত্রী, চালক ও পথচারীদের মাঝে ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।