জেলা পর্যায়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা আয়োজন উপলক্ষ্যে কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান।
এতে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা এবং জেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় কিশোরগঞ্জে আগামী ১৮, ১৯ ও ২০ মে এই তিনদিন ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা শিল্পকলা একাডেমিতে আগামী ১৮ মে উদ্বোধনী এবং ২০ মে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিজ্ঞানমেলার স্টলগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
সর্বস্তরে বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু, কিশোর ও তরুণদের মধ্যে উদ্ভাবনী চেতনা বিকাশের লক্ষ্যে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ আয়োজন করা হয়েছে। এ বছর সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়”।