কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় অধ্যাপক মো. কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গণিত বিভাগের কার্যালয়ে এ উপলক্ষে একটি প্রাণবন্ত শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সুজাত মিয়া, পদোন্নতিপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক রোমান মিয়া, প্রভাষক শাফায়েত আলম, আফরিন আরা, এনায়েত হোসেন রনি প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে করিমগঞ্জ পৌর মডেল কলেজের অধ্যক্ষ মো. মাফুজুর রহমান পল্টু সরকার, কিশোরগঞ্জ জেলা মাদকবিরোধী সংগঠনের সভাপতি ও সাংবাদিক ইবনে আবদুল্লাহ শাহজাহান এবং বিশিষ্ট সমাজসেবক সোহেল শেখ রাব্বানী উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই আয়োজনটি শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে সকলের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।