আগামী শনিবার (২৮ জুন) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পীর সাহেব চরমোনাই ঘোষিত জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জে স্বাগত মিছিল ও লিফলেট বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা শহরের শহীদ আব্দুল্লাহ চত্বর থেকে এই কর্মসূচি শুরু করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি তানভীর আহমাদ।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচিতে অংশ নেন কিশোরগঞ্জ-১ (সদর -হোসেনপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া'র সঞ্চালনায় কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার সভাপতি মুহাম্মদ রুকন উদ্দিন, সেক্রেটারি সাদেকুল ইসলাম সাদেক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ এমদাদুল ইসলাম প্রমুখ অংশ নেন।
এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দের মধ্যে কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আশিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আল আমিন মুহাম্মাদ সজিব, বিশ্ববিদ্যালয় সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক ফারহান সাবিত বিন ইউসূফ, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ এনামুল হাসান প্রমুখ কর্মসূচিতে অংশ নেন।
নেতৃবৃন্দ শহীদ আব্দুল্লাহ চত্বর থেকে পুরানথানা পর্যন্ত স্বাগত মিছিলে অংশ নেন এবং জনসাধারণের মাঝে মহাসমাবেশের লিফলেট বিতরণ করেন।