জুলাই গণহত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে "জুলাই দ্রোহ" মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে মিছিলটি বের করা হয়।
জুলাই দ্রোহ মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন।
মিছিলে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, বাইতুলমাল সম্পাদক আবু আহমেদ, অফিস সম্পাদক মোজাহিদ বিল্লাহ, ছাত্র আন্দোলন সম্পাদক এইচ এম ফরহাদ ভূইয়া, গুরুদয়াল সরকারি কলেজ শাখার সভাপতি এমদাদুল হক প্রমুখসহ বিভিন্ন উপজেলা এবং কলেজ শাখার নেতাকর্মীরা অংশ নেন।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি গুরুদয়াল সরকারি কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন বলেন, জুলাই সনদ ও গণহত্যার বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে। এটি শুধু অতীতের দায়বদ্ধতা নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার পথেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
আমরা অবিলম্বে দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানাই—কারণ ছাত্রসমাজের অধিকার আদায়ে নির্বাচিত নেতৃত্ব অপরিহার্য।
আজকের বাংলাদেশে আবারও নতুন করে চাঁদাবাজির সংস্কৃতি গড়ে উঠছে। এই চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমাদের শিকড় দিল্লি নয়, পিন্ডি নয় অথবা লন্ডন নয় আমাদের শিখর ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ।