www.kishoreganjnews.com

টমটমবোঝাই মাছ ছিনতাইয়ের চেষ্টা, আটক ১



[ স্টাফ রিপোর্টার | ৫ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার, ১২:২৯ | কিশোরগঞ্জ ]


কিশোরগঞ্জে মাছবাহী ইঞ্জিন চালিত টমটম আটকে মাছ ছিনতাই করতে গিয়ে শরিফুল ইসলাম (২০) নামে এক ছিনতাইকারী জনতার হাতে আটক হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার ভরাটি এলাকায় এই ঘটনা ঘটে। আটক হওয়া ছিনতাইকারী শরিফুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব ভরাটি গ্রামের আবুল হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, করিমগঞ্জের মরিচখালী বাজার থেকে টমটমবোঝাই করে সাইদুর রহমান নামে এক মাছ ব্যবসায়ী ভৈরবে যাচ্ছিলেন। পথে ভরাটি এলাকায় কয়েক দুর্বৃত্ত টমটম আটকে মাছ ছিনতাই করা শুরু করে।

এ সময় মাছ ব্যবসায়ী সাইদুরের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মমিন (৪৫) নামে এক এলাকাবাসী আহতও হন। এ সময় এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধের মুখে অন্য দুর্বৃত্তরা পালিয়ে বাঁচলেও শরিফুল ইসলাম নামের এক ছিনতাইকারী জনতার হাতে আটক হয়। পরে পুলিশের হাতে তাকে সোপর্দ করা হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com