www.kishoreganjnews.com

ভোরের আলো সাহিত্য আসরের ৪৫৯তম সভা অনুষ্ঠিত



[ স্টাফ রিপোর্টার | ৮ ডিসেম্বর ২০১৭, শুক্রবার, ৯:২৭ | কিশোরগঞ্জ ]


ভোরের আলো সাহিত্য আসরের নিয়মিত ৪৫৯তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এই সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি আজিজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা কবি মো. নিজাম উদ্দিন। সভায় প্রধান আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা মো. আমীরুজ্জামান।

সভায় স্বাগত বক্তৃতা করেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজা। এতে বিশেষ আলোচক ছিলেন আসরের প্রধান উপদেষ্টা সাহিত্যিক মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া।

সাহিত্য আসরের পরিচালক সাংবাদিক আমিনুল হক সাদীর পরিচালনায় সাহিত্য সভার আলোচনায় অংশ নেন প্রভাষক ডা. মোবারক হোসেন খান, সাংবাদিক শামসুল মালেক চৌধুরী লিটন, ভোরের আলো সাহিত্য আসরের সহ-সভাপতি মোতাহের হোসেন, সহ-সম্পাদক সাংবাদিক শফিক কবীর, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রেজা সুমন, মো. জুয়েলুর রহমান জুয়েল, কবি মাহফুজুর রহমান, মীর্জা মাহবুবা বেগ মৌসুমী, সালমা আক্তার, মোজাফফর হোসেন খান, মোদাব্বির হোসেন খান, চাঁদনী আক্তার চুমকী, সাংবাদিক মাহমুদা আক্তার বিউটি, শিল্পী বিজয় বিশ্বাস, রিনা বিশ্বাস, শিল্পী হেলাল আহমেদ, মাহমুদা ইয়াসমীম মমি, মো. রেহান উদ্দিন, কলামিষ্ট আবদুর রশিদ ভূঁইয়া, টিটিসি’র অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহরিয়ার রশিদ অন্তর, গার্মেন্টস সেক্টরের ইন্সপেক্টর মো. এমদাদুল হক, নাহিদ হাসান, ইমতিয়ার রশিদ প্রমুখ।

সভায় আসরের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া আসরের সদস্য সাংবাদিক মাহমুদা আক্তার বিউটিকে নারী বিষয়ক সম্পাদিকা হিসেবে প্রস্তাব করলে সহ-সভাপতি মো. মোতাহের হোসেন উক্ত প্রস্তাব সমর্থন করেন। সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়।

সভায় উপস্থিত আসরের সদস্যগণ, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীগণ তাদের স্বরচিত লেখা পাঠ, কবিতা আবৃত্তি এবং গান পরিবেশন করেন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com