www.kishoreganjnews.com

হোসেনপুরে অতিরিক্ত দামে আমন বীজ বিক্রি, জরিমানা



[ স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ১ জুলাই ২০১৭, শনিবার, ৮:২৫ | কিশোরগঞ্জ ]


হোসেনপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশিতে কৃষকের কাছে আমন ধানের বীজ বিক্রি করার দায়ে মেসার্স সততা বীজ ভাণ্ডার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার বিকালে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, আমন ধান বীজের ১০ কেজির বস্তার সরকার নির্ধারিত মূল্য তিনশ’ ৪০টাকা। কিন্তু সরকার নির্ধারিত এই মুল্যের তোয়াক্কা না করে প্রতি বস্তা সাতশ’ টাকা থেকে সাড়ে সাড়ে সাতশ’ টাকায় বিক্রি করছিলেন মেসার্স সততা বীজ ভাণ্ডারের মালিক ইব্রাহীম মিয়া।

কৃষকদের অভিযোগের ভিত্তিতে শনিবার বিকালে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ধানের বীজ ক্রয় করতে আসা কৃষকেরাও উপস্থিত ছিলেন। এ সময় অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন মেসার্স সততা বীজ ভাণ্ডারের মালিক ইব্রাহীম মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের আদেশের পর মেসার্স সততা বীজ ভাণ্ডারের মালিক ইব্রাহীম মিয়া জরিমানা প্রদান করে ছাড়া পান।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com