www.kishoreganjnews.com

কিশোরগঞ্জে অনুদান পেল আট সাংস্কৃতিক সংগঠন



[ স্টাফ রিপোর্টার | ৩ জুলাই ২০১৭, সোমবার, ৪:৪৩ | কিশোরগঞ্জ ]


কিশোরগঞ্জের আটটি সাংস্কৃতিক সংগঠন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদান সহায়তা পেয়েছে।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল এই অনুদান সহায়তার চেক সংগঠনগুলোর নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

জেলার সক্রিয় সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে আটটি সংগঠনকে মোট এক লাখ ৮৫ হাজার টাকার এই অনুদান সহায়তা দেয়া হয়।

সংগঠনগুলোর মধ্যে একতা নাট্যগোষ্ঠীকে ত্রিশ হাজার, চন্দ্রাবতী থিয়েটারকে পঁচিশ হাজার, সপ্তসুর শিল্পীগোষ্ঠীকে ত্রিশ হাজার, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদকে বিশ হাজার, কিশোরগঞ্জ জেলা বাউল সমিতিকে বিশ হাজার, কবি হুমায়ুন লোকজ মঞ্চ ও ললিতা একাডেমিকে বিশ হাজার, পল্লী সংস্কৃতি পরিষদকে বিশ হাজার এবং মেছেরা তরুণ সংঘকে বিশ হাজার টাকা অনুদান দেয়া হয়।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com