www.kishoreganjnews.com

সাড়ে তিন ঘন্টা পর বিকল্প ইঞ্জিনে চলল কিশোরগঞ্জ এক্সপ্রেস



[ স্টাফ রিপোর্টার | ৬ জুলাই ২০১৭, বৃহস্পতিবার, ৭:৩৯ | কিশোরগঞ্জ ]


ফাইল ছবি

কিশোরগঞ্জ রেলস্টেশনের আউটার সিগনালের কাছে একরামপুর এলাকায় আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার সাড়ে তিন ঘন্টা পর বিকল্প ইঞ্জিন দিয়ে সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে ট্রেনটি। তবে লাইনচ্যুত ইঞ্জিনটি এখনো উদ্ধার না হওয়ায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শরফুল ইসলাম জানান, বেলা ২টা ৪০মিনিটে আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। ২টা ৩০ মিনিটে ইঞ্জিন ঘোরানোর সময় রেলওয়ে স্টেশনের অদূরে একরামপুর পয়েন্টে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। আখাউড়া থেকে একটি বিকল্প ইঞ্জিন আনার পর সন্ধ্যা সোয়া ৬টায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ রেলস্টেশন ছেড়ে যায়। এছাড়া ট্রেনটির লাইনচ্যুত হয়ে যাওয়া ইঞ্জিন উদ্ধারের জন্য তৎপরতা চলছে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com