www.kishoreganjnews.com

পাকুন্দিয়ায় মৎস্য সপ্তাহের র‌্যালি ও আলোচনা



[ সাখাওয়াত হোসেন হৃদয় | ১৯ জুলাই ২০১৭, বুধবার, ৪:০৬ | কিশোরগঞ্জ ]


‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরসদর বাজার প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় উপজেলা পরিষদ পুকুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেল, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাদাত মো. সায়েম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সাকো রাণী দেও, হোসেন্দি ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, মাঠ সহকারী মো.শফিকুর রহমান প্রমুখসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মৎস্যজীবিগণ উপস্থিত ছিলেন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com