www.kishoreganjnews.com

ব্রহ্মপুত্রে ভাঙন কবলিত সাহেবেরচর গ্রামে ত্রাণ বিতরণ



[ উজ্জ্বল কুমার সরকার | ২০ জুলাই ২০১৭, বৃহস্পতিবার, ৬:৪৭ | কিশোরগঞ্জ ]


পুরাতন ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে হোসেনপুর উপজেলার সাহেবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য বসতভিটা নদের গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী শুলু শাহার মাজার, মসজিদ, বাড়িঘর, কবরস্থানসহ বহু ফসলি জমি। গত ১৮ই জুলাই ভোর রাতে স্কুলটি ধসে পড়ায় বর্তমানে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের কাস নেয়া হচ্ছে। এছাড়া ভাঙন কবলিত পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল ভাঙন কবলিত সাহেবেরচর এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ২০৯টি পরিবারের মধ্যে ৫ মেট্রিক টন চাল ও নগদ ২৫ হাজার টাকা বিতরণ করেছেন। এছাড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে সাহেবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহটি সাময়িক ভাবে পুনর্নির্মাণের জন্য ৬ বান্ডেল ঢেউটিন দেয়া হয়েছে।

ভাঙন কবলিত পরিবারগুলোর মাঝে এই ত্রাণ বিতরণের সময় হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মবিন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, পৌর আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, ব্রহ্মপুত্র রক্ষা কমিটির সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সিদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাঙন কবলিত সাহেবেরচর এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল বলেন, জেলা প্রশাসন দুর্গত মানুষদের পাশে রয়েছে। তাদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে। এছাড়া সাহেবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টি পুনর্নির্মাণের ক্ষেত্রেও যথাযথ উদ্যোগ নেয়া হবে।

প্রসঙ্গত, পুরাতন ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে ক্ষতিগ্রস্ত সাহেবেরচর গ্রামের মানুষের দুঃখ-দুর্দশা এবং প্রাথমিক বিদ্যালয়টি ধসে পড়ায় বিদ্যালয় পড়–য়া শিশুদের পাঠদান ব্যাহত হওয়ার বিষয়ে একাধিক সংবাদ কিশোরগঞ্জ নিউজ (kishoreganjnews.com) এ প্রকাশিত হয়েছে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com