www.kishoreganjnews.com

কিশোরগঞ্জে মাদক প্রতিরোধের অঙ্গীকার



[ স্টাফ রিপোর্টার | ২৬ জুলাই ২০১৭, বুধবার, ৬:১১ | কিশোরগঞ্জ ]


মাদক প্রতিরোধের অঙ্গীকারের মধ্য দিয়ে কিশোরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বুধবার সকালে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমবায় কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তরফদার মো. আক্তার জামীল।

এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ।

আলোচনা সভায় প্রধান অতিথি তরফদার মো. আক্তার জামীল ছাড়াও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক মো. আনোয়ার হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. রবিউল ইসলাম, জেল সুপার মো. বজলুর রশিদ, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, জেলা প্রেস কাবের সভাপতি মোস্তফা কামাল, কিশোরগঞ্জ প্রেস কাবের সহ-সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, ডা. ইমরান, নারী নেত্রী বিলকিস বেগম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ, সহকারি অধ্যাপক সামিউল হক মোল্লা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. নূরুল আলম বক্তৃতা করেন।

শেষে মাদক বিরোধী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com