www.kishoreganjnews.com

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট, যুবদল নেতা গ্রেপ্তার



[ স্টাফ রিপোর্টার | ২৮ জুলাই ২০১৭, শুক্রবার, ৮:১৪ | কিশোরগঞ্জ ]


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রয়াত প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমানের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় ভৈরবে আমির হামজা (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবক আমির হামজা ভৈরব পৌরসভার কমলপুর এলাকার লাল মিয়ার ছেলে এবং ভৈরব উপজেলা যুবদল নেতা।

এ ব্যাপারে শুক্রবার দুপুরে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় ভৈরব থানায় ওই যুবককে আসামি করে মামলা করেন। ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের মিয়া মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার আমির হামজা তার ফেসবুক আইডি থেকে প্রয়াত প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে পোস্ট দেন। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফেসবুকে বিকৃত পোস্ট দেখে ভৈরব থানাকে বিষয়টি অবহিত করে। পরে বুধবার রাতেই আমির হামজাকে আটক করে পুলিশ।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের মিয়া জানান, তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার হওয়া যুবক আমির হামজাকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com