www.kishoreganjnews.com

পৌরসভার রাস্তা দখলমুক্ত করতে মেয়র পারভেজের উদ্যোগ



[ স্টাফ রিপোর্টার | ৬ আগস্ট ২০১৭, রবিবার, ৫:১০ | কিশোরগঞ্জ ]


কিশোরগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট ও বাসাবাড়ির দেয়ালের বাড়তি অংশ দখলমুক্ত করতে উদ্যোগ নিয়েছেন মেয়র মাহমুদ পারভেজ। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় তিনি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। এ সময় তিনি পুরানথানা ঈদগাহ রোড, একরামপুর ও নিউটাউন এলাকায় পৌরসভার রাস্তার দু’পাশে অবৈধভাবে গড়ে তোলা বিভিন্ন দোকানপাট ও স্থাপনা অপসারণ করে দখলমুক্ত করেন। পৌররাস্তা উদ্ধার ও দখলমুক্ত অভিযানে পৌরসভার প্রকৌশল ও সার্ভেয়ার বিভাগ মেয়রকে সহযোগিতা করেন।

অভিযান পরিচালনা সময় মেয়র মাহমুদ পারভেজ বলেন, পৌরবাসীর ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমান পৌর পরিষদ নকশা অনুযায়ী রাস্তার সঠিক দখল বুঝেনিচ্ছে। পৌরসভার উন্নয়নমূলক কাজে বাধা দূর করতে এবং পথচারীদের কল্যাণ ও জনদুর্ভোগ লাঘবে এই অভিযান অব্যাহত থাকবে। এজন্যে মেয়র পৌরসভার সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন।

এ সময় স্থানীয় কাউন্সিলর, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার উৎসুক মানুষ উপস্থিত ছিলেন।

পুরানথানা এলাকার বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান দুলাল মেয়রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান পৌরপরিষদের এই উদ্যোগের ফলে নিঃসন্দেহে পৌরবাসী উপকৃত হবে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com