www.kishoreganjnews.com

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে র‍্যালি আলোচনা



[ স্টাফ রিপোর্টার | ৬ আগস্ট ২০১৭, রবিবার, ৯:০০ | কিশোরগঞ্জ ]


বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রোববার কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাতৃদুগ্ধপান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই’ স্লোগানে বের হওয়া বর্ণাঢ্য র‍্যালিটি শহর প্রদক্ষিণ করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল।

আলোচনা সভায় অন্যদের মধ্যে পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. রওশন আখতার জাহান, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. রমজান মাহমুদ, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদল, কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসিরুজ্জামান সেলিম প্রমুখ বক্তৃতা করেন।

র‍্যালি ও আলোচনা সভায় জেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com