কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জের ২২ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে, ভোটারদের লম্বা লাইন

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ২৬ ডিসেম্বর ২০২১, রবিবার, ১১:০৫ | বিশেষ সংবাদ 


দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে রোববার (২৬ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর, কটিয়াদী ও ভৈরব এই তিনটি উপজেলার মোট ২২টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

উৎসবমুখর পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছন। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রেই বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন।

হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়ন জিনারী, সিদলা, গোবিন্দপুর, আড়াইবাড়ীয়া, শাহেদল ও পুমদী, কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়ন বনগ্রাম, সহশ্রামধূলদিয়া, করগাঁও, চান্দপুর, মুমুরদিয়া, আচমিতা, মসূয়া, লোহাজুরী ও জালালপুর এবং ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন সাদেকপুর, আগানগর, শিমুলকান্দি, গজারিয়া, কালিকাপ্রসাদ, শিবপুর ও শ্রীনগর এ ২২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এই ২২টি ইউনিয়নে মোট ১১৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে মোট ১০৫ জন, সাধারণ সদস্য পদে মোট ৭৯০ জন এবং সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ২৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ জনসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদ মিলিয়ে মোট ৩০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জনসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদ মিলিয়ে মোট ৫২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভৈরব উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জনসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদ মিলিয়ে মোট ৩২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে এবং দুইটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীরা হাত পাখা প্রতীক নিয়ে দলীয় মনোনয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দলীয় এই ৮ জন প্রার্থী ছাড়া বাকি ১৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী এবং বিএনপি সমর্থক প্রার্থী রয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার জিনারী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, মো. আ. ছালাম (নৌকা), মো. শাহজাহান সরকার (আনারস), মো. আজহারুল ইসলাম (ঘোড়া), আজহারুল ইসলাম (চশমা), মো. ইমতিয়াজ উদ্দিন আকন্দ (মোটর সাইকেল) এবং মো. সালাহ উদ্দিন হীরা (অটোরিক্সা)।

সিদলা ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, মো. কামরুজ্জামান কাঞ্চন (নৌকা), মো. কফিল উদ্দিন (আনারস), আব্দুল করিম (চশমা) এবং মো. আহাদুল ইসলাম (ঘোড়া)।

গোবিন্দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, মোহাম্মদ সাইদুর রহমান (নৌকা), মো. আবদুর রউফ তালুকদার (চশমা), মো. আবুল কাসেম রতন (মোটর সাইকেল), ফরিদ উদ্দিন মাসুদ (অটোরিক্সা), মো. শফিকুল ইসলাম হিমেল (আনারস) এবং মো. ইব্রাহিম (হাত পাখা)।

আড়াইবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, মো. মোছলেহ উদ্দিন (নৌকা) এবং মো. খুর্শিদ উদ্দিন (আনারস)।

পুমদী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আ. কাইয়ুম (নৌকা), নাজিরুল হায়দার (আনারস), মো. কাঞ্চন মিয়া (মোটর সাইকেল) এবং মো. মাহাবুবুল হাসান (চশমা)।

শাহেদল ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, শাহ্ মাহবুবুল হক (নৌকা), মো. ফারুক মিয়া (হাত পাখা) এবং মোঃ ফিরোজ উদ্দিন (আনারস)।

কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ এবং ২টি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় মনোনয়ন দিয়েছে। এছাড়া অন্যান্যরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী, বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ এর নেতাকর্মী রয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার বনগ্রাম ইউনিয়নে ৫জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, কামাল হোসেন মিলন (নৌকা), মো. হাবিবুর রহমান (ঘোড়া), মো. আব্দুল হাই (মটর সাইকেল), মো. সাইফুল্লাহ জামান সরকার (চশমা) এবং জসিম উদ্দিন (আনারস)।

সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নে ৫জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, মো. আবুল কাসেম আকন্দ (নৌকা), মো. শাহজাহান মিয়া (ঘোড়া), মো. আলতাফ উদ্দিন (মটর সাইকেল), মো. বাবলু (আনারস) এবং হবিকুল ইসলাম (হাত পাখা)।

করগাঁও ইউনিয়নে ৪জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, মো. বেলায়েত হোসেন (নৌকা), শরাফ উদ্দিন লস্কর পারভেজ (আনারস), রফিকুল হক আফরোজ (মটর সাইকেল) এবং মো. নাদিম মোল্লা (চশমা)।

চান্দপুর ইউনিয়নে ৪জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, মাফুজুর রহমান মাহফুজ (নৌকা), মো. মাহতাব উদ্দিন (আনারস), মো. নূরুজ্জামান সুমন (ঘোড়া) এবং মো. আবুল কালাম (মটর সাইকেল)।

মুমুরদিয়া ইউনিয়নে ৬জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, তরিকুল ইসলাম টিটো (নৌকা), আলা আমিন (চশমা), সাইফুল ইসলাম (ঘোড়া), মো. আসাদুজ্জামান (আনারস), মো. আলা উদ্দিন সাবেরী (মোটর সাইকেল) এবং নূরুল ইসলাম (রজনীগন্ধা)।

আচমিতা ইউনিয়নে ৭জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, এ, কে, এম, এম মুর্শেদ সজিব (নৌকা), মো. মাহাবুবুর রহমান বাচ্চু (মোটর সাইকেল), মতিউর রহমান (ঘোড়া), মাওলানা মো. হাদিউল ইসলাম (টেবিল ফ্যান), হান্নান (আনারস), জসীম উদ্দিন (অটোরিক্সা) এবং আ. কাদির (চশমা)।

মসূয়া ইউনিয়নে ২জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, মো. আল আমিন (নৌকা) ও মো. আবু বকর সিদ্দিক (আনারস)।

লোহাজুরী ইউনিয়নে ৪জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, মো. আতাহার উদ্দিন ভূইয়া রতন (নৌকা), হায়দার মারুয়া (ঘোড়া), হুমায়ুন কবীর (আনারস) এবং সিরাজুল ইসলাম (হাতপাখা)।

জালালপুর ইউনিয়নে ৬জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, আ. খালেক সরকার রাজু (নৌকা), মো. হাবিবুর রহমান রুস্তম (আনারস), রফিকুল আলম (চশমা), মো. মতিউর রহমান (টেবিল ফ্যান), গোলাপ মিয়া (মটর সাইকেল) এবং আসাদুজ্জামান ভূইয়া (ঘোড়া)।

ভৈরব উপজেলার ৭টি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী, ৪টি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা মার্কার প্রার্থী এবং ২টি ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দলীয় প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বিএনপি সমর্থক প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলার সাদেকপুর ইউনিয়নে ২জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, মো. সাফায়েত উল্লাহ (নৌকা) ও মো. তোফাজ্জল হক (আনারস)।

উপজেলার আগানগর ইউনিয়নে ৫জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, মো. হুমায়ুন কবির (নৌকা), সেলিম আহমেদ (মোটর সাইকেল), তাদির ইসলাম (আনারস), মোহাম্মদ আবুল বাসার (ঘোড়া) এবং মো. শফিকুল ইসলাম (চশমা)।

উপজেলার শিমুলকান্দি ইউনিয়নে ৫জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, মো. মিজানুর রহমান (নৌকা), শামিম মিয়া (মোটর সাইকেল), আক্তার হোসেন মিনু (চশমা), মো. বাবুল মিয়া (আনারস) ও আবদুল আজিজ (ঘোড়া)।

উপজেলার গজারিয়া ইউনিয়নে ৭জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, ফরিদ উদ্দিন খান (নৌকা), মো. নবী হোসেন সেন্টু (আনারস), জাহিদুল ইসলাম রাজু (অটোরিক্সা), এ.এস শাহরিয়ার (চশমা), শাহাদাৎ হোসেন (ঘোড়া), সায়েম মিয়া (হাত পাখা) এবং কাইসার আহম্মেদ ভূঁঞা (মোটর সাইকেল)।

উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে ৭জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, মো. ফারুক মিয়া (নৌকা), মুহম্মদ আবদুল্লাহ আল মামুন (আনারস), মো. হারুন অর রশিদ (মোটর সাইকেল), লিটন মিয়া (চশমা), মো. ফজলুল কবির (ঘোড়া), মো. জসিম উদ্দিন ভূইয়া (হাত পাখা) এবং কামাল খান (লাঙ্গল)।

উপজেলার শিবপুর ইউনিয়নে ৭জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, মো. শফিকুল ইসলাম (নৌকা), মো. দ্বীন ইসলাম (আনারস), মাসুদ রানা (লাঙ্গল), হাসান (চশমা), সাহিদ মিয়া (হাত পাখা), মো. ছালাউদ্দিন (মোটর সাইকেল) এবং রাসেল রহমান (অটোরিক্সা)।

উপজেলার শ্রীনগর ইউনিয়নে ৪জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, মো. আবুল বাশার (নৌকা), মোহাম্মদ হারুন অর রশিদ ভূইয়া (আনারস), মোশারফ হোসেন হেলিম (ঘোড়া) এবং মো. কফিল উদ্দিন (হাত পাখা)।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর