কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ার ৯ ইউপিতে নৌকা পেলেন যারা

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ১ জানুয়ারি ২০২২, শনিবার, ১১:২৩ | বিশেষ সংবাদ 


আগামী ৩১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে, জাঙ্গালিয়া, চরফরাদী, এগারসিন্দুর, বুরুুদিয়া, পাটুয়াভাঙ্গা, নারান্দী, হোসেন্দী, চণ্ডিপাশা ও সুখিয়া।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৩ জানুযারি। এ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শনিবার (১ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

তালিকা অনুযায়ী মনোনয়নপ্রাপ্তরা হলেন, জাঙ্গালিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সরকার শামীম আহম্মদ, নারান্দী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ভিপি মো. শফিকুল ইসলাম শফিক, সুখিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল হামিদ টিটু, পাটুয়াভাঙ্গা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সাহাব উদ্দিন, চণ্ডিপাশা ইউনিয়নে বিগত নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী মো. মঈন উদ্দিন, হোসেন্দী ইউনিয়নে জেলা পরিষদ সদস্য মুহাম্মদ হাদিউল ইসলাম হাদি, বুরুদিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মো. মাহবুবুর রহমান, চরফরাদী ইউনিয়নে বিগত নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী মো. আবদুল মান্নান এবং এগারসিন্দুর ইউনিয়নে বিগত নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী নূরুজ্জামান মিয়া বাবু।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র বাছাই ৬ জানুযারি। আপিল দায়ের ৭ থেকে ৯ জানুয়ারি ও আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ই জানুয়ারি ও প্রতীক বরাদ্দ ১৪ই জানুয়ারি।

নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১শে জানুয়ারি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর