কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞাকে আনুষ্ঠানিকভাবে শনিবার (৫ মার্চ) বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সকালে বিশ্ববিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. দুর্গাদাস ভট্টাচার্য।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর অনিল চন্দ্র সাহার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আ.ন.ম নৌশাদ খান, ট্রাস্টি সদস্য ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, মুনির আহমেদ, একেএম মাহবুব আলম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূূঞা, কলা ও সামজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. আরজ আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. বদরুল হুদা সোহেল, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জুয়েল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক নিবেদিতা দত্ত।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।