কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে কিন্ডারগার্টেন স্কুলের সরকারি রেজিস্ট্রেশন বিষয়ে আলোচনা সভা

 স্টাফ রিপোর্টার | ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৮:১৭ | শিক্ষা  


কিশোরগঞ্জে কিন্ডারগার্টেন স্কুলের সরকারি রেজিস্ট্রেশন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের বত্রিশ এলাকার অক্সফোর্ড স্কুল এন্ড কলেজে বিশেষ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান মো. তসলিমুর রহমান খান রবিন।

সংগঠনের মহাসচিব মো. আনোয়ার হোসেন মেননের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. মাহবুব আলম।

এছাড়া বক্তৃতা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম মনির ও অন্যান্য পরিচালকমণ্ডলী।

বক্তারা কিন্ডারগার্টেন স্কুল নিবন্ধন বিষয়ে নিবন্ধন প্রক্রিয়া সহজ করার জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন।

এছাড়া আগামী ৫ অক্টোবর সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর