কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে নবনির্বাচিত ২০ ইউপি চেয়ারম্যানের শপথ

 স্টাফ রিপোর্টার | ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার, ৭:২৪ | বিশেষ সংবাদ 


ইটনা উপজেলার নয় ইউপি চেয়ারম্যানের শপথ।

বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী হওয়া কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া, ইটনা, কটিয়াদী ও কুলিয়ারচর এই চার উপজেলার মোট ২০টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

অনুষ্ঠানে পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়ন, ইটনা উপজেলার ৯টি ইউনিয়ন, কটিয়াদী উপজেলার একটি ইউনিয়ন ও কুলিয়ারচর উপজেলার একটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন।

উপজেলাভিত্তিক নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের পৃথকভাবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার, পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্থানীয় সরকার) শফিকুল ইসলাম, সহকারী কমিশনার সুশান্ত সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।

শপথগ্রহণকারী ইউপি চেয়ারম্যানগণ হলেন, পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউপির বুলবুল আহমেদ, চরফরাদী ইউপির আব্দুল মান্নান, এগারসিন্দুর ইউপির নূরুজ্জামান মিয়া বাবু, বুরুদিয়া ইউপির মোহাম্মদ নাজমুল হুদা রুবেল, পাটুয়াভাঙ্গা ইউপির এমদাদুল হক জুটন, নারান্দী ইউপির মো. মুছলেহ উদ্দিন, হোসেন্দী ইউপির মুহাম্মদ হাদিউল ইসলাম হাদি, চন্ডিপাশা ইউপির মো. শামছু উদ্দিন ও সুখিয়া ইউপির মো. আব্দুল হামিদ টিটু।

ইটনা উপজেলার রায়টুটি ইউপির মোহাম্মদ এনামুল হক খান মিল্কী বাবু, ধনপুর ইউপির প্রদীপ কুমার দাস, মৃগা ইউপির মো. দারুল ইসলাম, ইটনা সদর ইউপির মো. সোহাগ মিয়া, বাদলা ইউপির মো. আদিলুজ্জামান ভূঞা, বড়িবাড়ি ইউপির মো. আবদুছ ছাত্তার, এলংজুরী ইউপির রুবেল মিয়া, জয়সিদ্ধি ইউপির মো. মনির উদ্দিন ও চৌগাংগা ইউপির মো. ছাইফুল ইসলাম।

কটিয়াদী উপজেলার চান্দপুর ইউপির মাফুজুর রহমান এবং কুলিয়ারচর উপজেলার রামদী ইউপির আলাল উদ্দিন।

ভিডিও:


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর