কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে ঠিকাদারদের মানববন্ধন, স্মারকলিপি

 স্টাফ রিপোর্টার | ২০ মার্চ ২০২২, রবিবার, ৫:৫১ | বিশেষ সংবাদ 


রড, সিমেন্ট, পাথর, বালু, ইট, জিও ব্যাগ, জিও শিট, শিট পাইল ও বিটুমিনসহ সকল প্রকার নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২০ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিশোরগঞ্জ জেলার সকল সরকারি বিভাগ/দপ্তরের সর্বস্তবেব ঠিকাদারবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশ রাখা বক্তব্যে ঠিকাদারেরা বলেন, দরপত্রের সিডিউল অনুযায়ী কাজ করতে গিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কোভিড-১৯ মোকাবেলাসহ বর্তমান বাজারে নির্মাণ সামগ্রীর লাগামহীন ঊর্ধ্বগতি আমাদেরকে নিঃস্ব করে ফেলেছে।

এ পরিস্থিতিতে সরকারের উন্নয়ন প্রকল্পের অগ্রগতিতে স্থবিরতা দেখা দিয়েছে। তাই তারা বাধ্য হয়েই উন্নয়ন কর্মকা-ের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন।

মানববন্ধনে ঠিকাদার মোস্তফা গোলাম রব্বানী সেকান্দার, এহসানুল ইসলাম এহসান, ইকবাল আহমেদ চৌধুরী অপু, সহিদুল হক লাভলু, মোল্লা খায়রুল নোমানী, ওয়াহিদুজ্জামান নওশাহ, মকবুল হোসেন বকুল, আজিজুল ইসলাম খান কামালসহ অন্যান্য ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা প্রশাসকের কাছে দেয়া স্মারকলিপিতে ঠিকাদারেরা উল্লেখ করেন, চলমান অস্বাভাবিক দর বৃদ্ধির প্রবণতা রোধ সম্ভব না হলে প্রকল্প বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়বে। এ পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়া কাজগুলো পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না।

তাই বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প সমূহের চলমান অগ্রগতি বজায় রাখার স্বার্থে বাজার দর অনুযায়ী নির্মাণ সামগ্রীর মূল্য সমন্বয় করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঠিকাদারেরা স্মারকলিপিতে দাবি জানান।

ভিডিও:


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর