কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে সড়ক দুর্ঘটনায় কিন্ডারগার্টেন শিক্ষিকা নিহত, আহত ২

 স্টাফ রিপোর্টার | ১৫ জুলাই ২০২২, শুক্রবার, ৮:৪০ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের তাড়াইলে সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে হেপি আক্তার (৩৫) নামে সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া তুষা রাণী (৪৫) ও মনছুর আমিন (৩৫) নামে সিএনজির দুই যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৫ জুলাই) বিকাল ৩টার দিকে কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত হেপি আক্তার জেলার ইটনা উপজেলার রায়টুটীর জোয়াদ আলীর স্ত্রী। তিনি সেখানকার একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন।

তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, হেপি আক্তার কিশোরগঞ্জ জেলা শহর থেকে তাড়াইল হয়ে রায়টুটী যাওয়ার জন্য কিশোরগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন।

পথে বিকাল ৩টার দিকে কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর এলাকায় একটি ভটভটির সাথে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে হেপি আক্তার ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া তুষা রাণী ও মনছুর আমিন নামে সিএনজির দুই যাত্রী আহত হন। তারা তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনাস্থল থেকে ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে দুটি যানেরই চালক পালিয়ে গেছে।

এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর