কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


‘আইজিপি ব্যাজ’ পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান নেত্রকোণার এডিশনাল এসপি শাহজাহান মিয়া

 স্টাফ রিপোর্টার | ৮ জানুয়ারি ২০২০, বুধবার, ১২:৫৩ | বিশেষ সংবাদ 


প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এ বছর বাংলাদেশ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ' পেয়েছেন কিশোরগঞ্জের কৃতী সন্তান নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শাহজাহান মিয়া।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে এবারের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এ পদক প্রদান করেন।

জানা গেছে, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বৃদ্ধি হয়েছে, এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেয়া হয়।

নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শাহজাহান মিয়া কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা মিঠামইনের গর্বিত সন্তান।

তিনি মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভরা গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতার নাম মোহাম্মদ মর্তুজ আলী।

ছাত্রজীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। পড়াশোনা করেন মিঠামইন কলেজ ও পরে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি থেকে ব্যবস্থাপনা বিষয়ে বিবিএ ও এমবিএ ডিগ্রী অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ শ্রেণিতে তিনি তার ব্যাচে প্রথম হন (ফার্স্ট ক্লাস ফার্স্ট)।

পরে তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগ দেন যথাক্রমে এশিয়ান ইউনিভার্সিটি ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। পরবর্তীতে ২৭ তম বিসিএস এর মাধ্যমে ২০০৮ সালে পুলিশ সার্ভিসে যোগ দেন।

২০১৬ সালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে হাইতিতে সাফল্যের সাথে বাংলাদেশের পুলিশের হয়ে কাজ করেন।

এছাড়া তিনি গবেষণামূলক জার্নাল আর্টিকেল ও লিখে থাকেন। তার লিখা দুইটি আর্টিকেল স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়।

ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও তিন কন্যা সন্তানের জনক।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর