কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, দিঘীরপাড় ইউনিয়নের বর্তমান ও তিন তিনবারের চেয়ারম্যান আমীন মোহাম্মদ ফারুক (৫৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (৪ নভেম্বর) দুপুর দেড়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উচ্চ রক্তচাপজনিত নানা জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর গ্রামের বাড়ি বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের সাহাপুরের বড়বাড়ি। তিনি পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।