কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুরে পুনরায় মেয়র নির্বাচিত হলেন আনোয়ার হোসেন আশরাফ

 স্টাফ রিপোর্টার | ১৪ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ৮:৩৯ | বাজিতপুর 


কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভায় রোববার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মো. আনোয়ার হোসেন আশরাফ বিজয়ী হয়েছেন।

কেন্দ্র থেকে পাওয়া প্রাথমিক ফলাফলে তিনি ১৩ হাজার ৮৮৬ ভোটের বিশাল ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এহসান কুফিয়া (ধানের শীষ) কে পরাজিত করেছেন।

তবে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেন বিএনপি প্রার্থী এহসান কুফিয়া।

কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মো. আনোয়ার হোসেন আশরাফ (নৌকা) পেয়েছেন ১৪ হাজার ৫৮৩ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সাবেক মেয়র এহসান কুফিয়া (ধানের শীষ) পেয়েছেন ৬৯৭ ভোট।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর