কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন মঙ্গলবার

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ৮ মার্চ ২০২১, সোমবার, ৫:২৬ | খেলাধুলা 


কিশোরগঞ্জে দুই বছর বিরতির পর আবারো শুরু হচ্ছে ক্রিকেট লীগ। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নামে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন হচ্ছে মঙ্গলবার (৯ মার্চ)। বিকাল ৩টায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই লীগের উদ্বোধন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বিসিবি পরিচালক ও লীগের স্পন্সর প্রতিষ্ঠান এক্সপো চেয়ারম্যান মাহাবুব আনাম।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান উপস্থিত থাকবেন।

তবে মঙ্গলবার (৯ মার্চ) লীগের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও পরদিন বুধবার (১০ মার্চ) লীগের ম্যাচ শুরু হবে।

সোমবার (৮ মার্চ) বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, সদস্য সচিব হোসেন সারোয়ার লিটন, জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুল হক মোল্লা দুলু ও এম এ কব্বীহ পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন।

আয়োজকেরা জানান, মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগে কিশোরগঞ্জের প্রথম বিভাগের ১৬টি দল অংশগ্রহণ করবে।

দলগুলো হচ্ছে, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র, ছদরুল আনাম স্মৃতি সংসদ, নব দিগন্ত ক্রিকেট ক্লাব, শাহ আলম মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, শহীদ জাকির স্মৃতি সংসদ, এ্যালাইড ক্লাব, বিট ক্রিকেট কোচিং সেন্টার, কুটিগির্দ্দী বয়েজ ক্লাব, চাঁদের হাট, অজয় স্মৃতি সংসদ, সৃষ্টি নবীন মেলা ক্রিকেট ক্লাব, নোমান স্মৃতি সংসদ, মঈনূল ইসলাম স্মৃতি সংসদ, রথখলা ক্রিকেট ক্লাব, উদয়ন ক্রিকেট ক্লাব ও দুরন্ত ক্রীড়া চক্র।

৪টি গ্রুপে বিভক্ত ১৬টি দল গ্রুপ পর্যায়ে মোট ২৪টি ম্যাচ খেলবে।

এছাড়া ৪টি কোয়ার্টার ফাইনাল, ২টি সেমিফাইনাল ও একটি ফাইনাল মিলিয়ে লীগে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ভিডিও:


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর