কিশোরগঞ্জ জেলা শহরের শতাব্দী প্রাচীন বিদ্যাপীঠ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট.তারেক উদ্দিন আহমদ আবাদ এর সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাছির উদ্দিন ফারুকী, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু, আ, লতিফ, সাবেক ফুটবলার লায়েক আলী ও জিএম ইয়াহিয়া ভুঁইয়া, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, নাজিম উদ্দিন গোলাপ, মো. ফুরকান উদ্দিন, মো. মকবুল হোসেন ও জীবন চন্দ্র দাস।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপন কুমার বর্মনের সঞ্চালনায় ক্রীড়ানুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবক ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।