কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে করোনায় মৃত্যু ও শনাক্ত নেই, সুস্থ ১০

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, ১০:১৬ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি এখন দিন দিন বেশ উন্নতির দিকে যাচ্ছে। নিম্নগামী সংক্রমণের বিপরীতে জেলায় করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হওয়ার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এছাড়া টানা বেশ কিছুদিন যাবৎ জেলায় করোনায় কোন মৃত্যু নেই। ফলে করোনা সংক্রমণ নিয়ে জেলায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কর্তৃক সর্বশেষ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত রিপোর্টে জেলায় নতুন করে ১০ জন সুস্থ হয়েছেন। এছাড়া এদিন জেলায় নতুন করে কারো করোনা শনাক্ত হয়নি।

অন্যদিকে সর্বশেষ এ রিপোর্টেও করোনায় কোন মৃত্যুর তথ্য নেই।

এ রিপোর্টে মোট ১৭৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট দেয়া হয়েছে। এতে জেলায় নতুন করে কারো করোনা শনাক্ত হয়নি।

তবে এদিন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে কোন নমুনা পরীক্ষা করা হয়নি।

এ পরিস্থিতিতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে জেলার করোনা চিকিৎসার বিশেষায়িত হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে।

হাসপাতালটিতে বর্তমানে কোভিড-১৯ আক্রান্ত ও সন্দেহজনক কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৩ জন।

তাদের মধ্যে ৫ জন আইসিইউতে রয়েছেন।

গত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে নতুন ৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ২ জন ছাড়পত্র পেয়েছেন।

নতুন সুস্থ হওয়া ১০ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ৭ জন সুস্থ হয়েছেন।

এছাড়া ১ জন করিমগঞ্জ উপজেলার ও ২ জন ভৈরব উপজেলার সুস্থ হয়েছেন।

এই সময় পর্যন্ত জেলায় মোট ১১ হাজার ৯০২ জন শনাক্ত, ১১ হাজার ৫৩০ জন সুস্থ এবং ২১৫ জন মৃত্যুবরণ করেছেন।

বর্তমানে জেলার করিমগঞ্জ, ইটনা ও অষ্টগ্রাম এ তিন উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগী নেই।

জেলার বাকি ১০টি উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত বর্তমান রোগী ১৫৭ জন। তাদের মধ্যে ১৩ জন হাসপাতালে ও ১৪৪ জন হোম আইসোলেশনে রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর