কিশোরগঞ্জের ইটনা উপজেলা কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. হাবিবুল হান্নানকে সভাপতি, মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক ও মো. ছাইদুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি করে তিন সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) ইটনা কলেজ শেডে উপজেলা কৃষক দলের এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. হাবিবুল হান্নান এর সভাপতিত্বে সম্মেলনের প্রধান বক্তা ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিল্কী।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট উম্মে কুলসুম রেখা ও যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম রতন।
জেলা কৃষক দলের আহ্বায়ক এডভোকেট মাজহারুল ইসলাম উদ্বোধক ও সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ বিশেষ বক্তা হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন।
উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ছাইদুর রহমানের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সুমেশ ঘোষ প্রমুখ।
বিকাল ৩টা থেকে কৃষকদলের নেতাকর্মীরা ঢাক-ঢোল পিটিয়ে নেচে গেয়ে সম্মেলনে যোগ দিতে থাকেন। ফলে সম্মেলনস্থলে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বিকাল সাড়ে ৪টার দিকে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলনে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা কৃষকদলের আহ্বায়ক এডভোকেট মাজহারুল ইসলাম ইটনা উপজেলা কৃষক দলের সভাপতি হিসেবে মো. হাবিবুল হান্নান, সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. ছাইদুর রহমানের নাম ঘোষণা করে তিন সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন।