হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার | ইটনা
জুলাই ২২, ২০২৫
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সিরাজুল ইসলাম (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার এলংজুরী ইউনিয়নের বড়হাতকবিলা আছালতপুর গ্রাম সংলগ্ন বলাকান্দির হাওরে বজ্রপাতে এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহত বড়হাতকবিলা আছালতপুর গ্রামের বাসিন্দা মৃত নবী হোসেনের ছেলে। কৃষি কাজের পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তিনি।

প্রতিবেশী মো. নাঈম জানান, মঙ্গলবার (২২ জুলাই) সকালে বাড়ির সামনে বলাকান্দির হাওরে ছোট একটি ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন সিরাজুল ইসলাম।

হালকা বৃষ্টির মধ্যে মাছ ধরার সময়ে বজ্রাঘাতে নৌকা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ইটনা'র অন্যান্য খবর

সর্বশেষ