কিশোরগঞ্জের ইটনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি উবায়দুর রহমান সেলিম (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে ইটনা নতুন বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উবায়দুর রহমান সেলিম ইটনা সদর ইউনিয়নের পশ্চিমগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, উবায়দুর রহমান সেলিম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক ইটনা উপজেলা সভাপতি।
রবিবার (১৭ আগস্ট) বেলা ১২টার দিকে ইটনা নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ইটনা থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিকালে তাকে কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।