সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এই আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ফৌজিয়া খানের হাতে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী স্মারকলিপি তুলে দেন।
এ সময় জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যাপক মোছাদ্দেক ভূঞা, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, কিশোরগঞ্জ শহর আমীর মাওলানা আ ম ম আবদুল হক, কিশোরগঞ্জ সদর আমীর মাওলানা ক্বারী নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বিক্ষোভ মিছিল করে জামায়াত নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান।
শহরের বটতলা এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল থেকে জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এই আদেশের উপর গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।