কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে চাল ব্যবসায়ী ও মিল মালিককে জরিমানা

 স্টাফ রিপোর্টার | ১৮ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ৭:৩০ | কটিয়াদী 


কটিয়াদীতে প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে এক মিল মালিককে পাঁচ হাজার টাকা ও এক চাল ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় এক দোকানে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় চাল ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

পরে বিকাল ৫টার দিকে উপজেলার বানিয়াগ্রামে একটি ধান ভাঙ্গানোর মিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সেখানে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে মিল মালিক সাইফুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর