কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে প্রাথমিকের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু

 স্টাফ রিপোর্টার | ১ জানুয়ারি ২০২২, শনিবার, ২:৫৬ | শিক্ষা  


করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত বছরের ন্যায় এ বছরও বই উৎসব না হলেও নতুন বছরের প্রথম দিন শনিবার (১ জানুয়ারি) কিশোরগঞ্জে প্রাথমিকের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ভিড় এড়াতে এবার ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে।

সকালে জেলা শহরের শোলাকিয়া এলাকার ডি এল লাহিড়ী সরকারি শহর পাঠশালায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ বিতরণ কার্যক্রম করা হয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতিতে বই বিতরণে আনুষ্ঠানিকতা না থাকলেও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা উৎসব আমেজে নতুন বই সংগ্রহ করে।

বই বিতরণ কার্যক্রমে ডি এল লাহিড়ী সরকারি শহর পাঠশালার প্রধান শিক্ষক জাহানারা ইসলামের নেতৃত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমান, ছাবিকুন নাহার, রতনা আক্তার, সুমন কল্যান চৌহান, আয়েশা আক্তার সাথী, বিকাশ চন্দ্র সরকার, জাহানারা বেগম, দিলরুবা আক্তার ও মাদিহা ইসলাম অংশ নেন।

প্রধান শিক্ষক জাহানারা ইসলাম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর