কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নূরুল উলুম আদর্শ মহিলা ফাজিল মাদ্রাসার এবতেদায়ী শাখার একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ৭ জুন ২০২৩, বুধবার, ৮:৫৪ | শিক্ষা  


কিশোরগঞ্জ সদরের নগুয়াস্থ জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিদ্যাপীঠ নূরুল উলুম আদর্শ মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার এবতেদায়ী শাখার একাডেমিক ভবন (হাফ বিল্ডিং) নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৭ জুন) দুপুরে মাদ্রাসায় ফিতা কেটে নির্মাণ কাজের নামফলক উন্মোচন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী।

এ সময় চেয়ারম্যান মামুন আল মাসুদ খান বলেন, উপজেলা পরিষদের অর্থায়নে প্রথমে ১০ লক্ষ টাকা ব্যয়ে মাদ্রাসার এবতেদায়ী শাখার জন্য নতুন হাফবিল্ডিং নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণ কাজ সম্পূর্ণভাবে সমাপ্ত করার জন্য আরও অর্থের প্রয়োজন হবে।

এ সময় তিনি সেই অর্থও উপজেলা পরিষদের মাধ্যমে ব্যবস্থা করার ঘোষণা দেন।

ফলক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, জেলা মহিলা আওয়াম লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি এনায়েত করিম অমি, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য সচিব অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, উপাচার্য কর্তৃক মনোনীত বিদ্যোৎসাহী প্রতিনিধি রেজাউল করিম, ডি.জি কর্তৃক মনোনীত বিদ্যোৎসাহী প্রতিনিধি মো. মাজহারুল হক ভূঁইয়া, মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত বিদ্যোৎসাহী প্রতিনিধি মো. মাজহারুল হক (মাজহার মান্না), প্রতিষ্ঠাতা সদস্য মো. ওসমান গণি, শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ নূরে আলম, মো. জসিম উদ্দিন ও নাসিমা আক্তার হোসাইন, অভিভাবক প্রতিনিধি সদস্য মো. সাইদুল ইসলাম খান, মো. হারুন অর রশিদ, মো. মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি এনায়েত করিম অমির সভাপতিত্বে এতে বক্তৃতা করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান ও প্রধান বক্তা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী।

এ সময় সদর উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান, দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা মাজহার মান্না, মাদ্রাসা গভনিং বডির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত নূরুল উলুম আদর্শ মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি বর্তমানে ইসলামি ও আরবি ইসলামি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রতিষ্ঠান। মাদ্রাসাটিতে দাখিল ও আলিম বিজ্ঞান শাখাসহ প্রথম থেকে ফাজিল (ডিগ্রি) পর্যন্ত ছাত্রীরা পড়াশুনা করছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর