কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

 পাকুন্দিয়া সংবাদদাতা | ৫ মার্চ ২০২২, শনিবার, ১০:৫৩ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল দৌড় প্রতিযোগিতা। শনিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার এগারসিন্দুর থানারঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এই হাল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এগারসিন্দুর যুব সমাজ এ প্রতিযোগিতার আয়োজন করে। কয়েকশো দর্শক প্রতিযোগিতা উপভোগ করেন।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উপভোগ করেন এগারসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম।

প্রতিযোগিতায় ৪ জোড়া হাল অংশগ্রহণ করে।

পরে বিজয়ী হালের মালিকদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি বড় খাসি, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ছোট খাসি ও তৃতীয় পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন প্রদান করা হয়।

এছাড়া সান্ত্বনা পুরস্কার হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি ছাতা দেওয়া হয়।

প্রধান অতিথি মো. জাহাঙ্গীর আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ভিডিও:


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর