কিশোরগঞ্জের মিঠামইনে ভলগেটের সাথে ছোট নৌকার সংঘর্ষে সোহাগী (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার গোপদিঘী ইউনিয়নের অলুয়া গ্রাম সংলগ্ন ঝিনুক নদীতে এই নৌদুর্ঘটনাটি ঘটেছে।
নিহত সোহাগী অলুয়া গ্রামের বাহার উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে একটি ছোট নৌকা নিয়ে সোহাগী নদী পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি স্টিলবডি ভলগেট নৌকাটির উপরে ওঠে পড়ে।
এতে নৌকাটি ডুবে গেলে ভলগেটের পাখার আঘাতে সোহাগীর শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নোয়াগাঁও এলাকায় তার মৃত্যু হয়।
মিঠামইন থানার ওসি কলিন্দ্র নাথ গোলদার ও গোপদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি কলিন্দ্র নাথ গোলদার জানান, ভলগেট চালক আটক রয়েছে।