কিশোরগঞ্জের মিঠামইনে স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে উপজেলা রিসোর্স সেন্টারে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বিতর্ক প্রতিযোগিতাটি বাস্তবায়ন করে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সুভাষ চন্দ্র বৈষ্ণব।
বিতর্ক প্রতিযোগিতায় সততা সংঘের সদস্য তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল, দমন নয় প্রতিরোধই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়।
দুটি বিদ্যালয়ের ৬ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেয়। তারা হচ্ছে, তমিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের নিশাত তাসনিম, সাবিহা আক্তার ও জান্নাত আহসান এবং হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের স্বাধীন বৈষ্ণব, ইশতিয়াক চৌধুরী ও সারোয়ার জাহান।
প্রথম পর্বে বিতর্ক অনুষ্ঠান শেষে আলোচনায় অংশ নেন, দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোল্লা খলিলুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুল্লাহ আকন্দ, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আইয়ুব রায়হান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোয়েব আহমেদ, সাংবাদিক বিজয় কর রতন, কল্পনা রানী দাস, মনোজিৎ দাস, মো. জিল্লুর রহমান প্রমুখ।
এছাড়া শিক্ষার্থীদের পক্ষে নিশাত তাসনিম, সারোয়ার জাহান প্রমুখ আলোচনায় অংশ নেয়।
বিতর্ক প্রতিযোগিতায় তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী ও হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়েছে।
শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নিশাত তাসনিম।
প্রধান অতিথি বিজয়ী ও রানার্স আপ দলের সদস্যদের মাঝে সনদ ও পদক বিতরণ করেন।