কিশোরগঞ্জের মিঠামইনে পূজা উদযাপন পরিষদ মিঠামইন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ফ্রেব্রুয়ারি) মিঠামইন হরি আশ্রম প্রাঙ্গণে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মিঠামইন সদর ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল।
পূজা উদযাপন পরিষদ মিঠামইন উপজেলা শাখার সভাপতি নগর বাসী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, মিঠামইন থানার ওসি মো. আহসান হাবীব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, সাংবাদিক বিজয় কর রতন, গৌরাঙ্গ দাস, পংকজ কান্তি দাস, রামানন্দ চৌধুরী, সুখরন্জন দাস, দীনবন্ধু দাস প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদ মিঠামইন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ব্রজেন্দ্র দাস।
পরে ২য় পর্বে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ভানু রঞ্জন বিশ্বাসকে সভাপতি ও অখিল চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।